Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফুকরে’র এনিমেটেড সংস্করণ ‘ফুকরে বয়েজ্জ্জ্’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম


ডিসকভারি কিডস চ্যানেল বলিউডের জনপ্রিয় বলিউডের ‘ফুকরে’ সিরিজের এনিমেটেড সংস্করণ আনতে যাচ্ছে ‘ফুকরে বয়েজ্জ্জ্’ নামে। এই সিরিজ বিমুক্ত হবে ইংরেজি, হিন্দি, তামিল তেলুগু আর কন্নড় ভাষায়। এক্সেল এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা রিতেশ সিদ্ধানি বলেছেন, “এক্সেল এন্টারটেইনমেন্ট এই প্রথম ‘ফুকরে বয়েজ্জ্জ্’ দিয়ে শিশুদের জন্য অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে। এটি আমাদের জন্য বিশাল এক পদক্ষেপ।” ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজের গল্প হানি, চুচা, লালি আর ভোলি পাঞ্জাবানকে নিয়ে এই চার ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং এবং রিচা চাধা; আলি ফজল এবং পঙ্কজ ত্রিপাঠীও এতে অভিনয় করেছেন। প্রথম পর্ব মুক্তি পায় ২০১৩তে দ্বিতীয় পর্ব ‘ফুকরে রিটার্নস’মুক্তি পায় ২০১৭তে, তৃতীয় পর্ব নির্মাণ প্রক্রিয়ায় আছে। সিদ্ধানি জানিয়েছেন এনিমেশনের জন্য ‘ফুকরে’র প্রেক্ষাপট ও চরিত্রগুলোকে ঢেলে সাজান হবে। তবে, তিনি বিপুল বিনোদন ও হাস্যরসের প্রতিশ্রুতি দিয়েছেন। “শিশুদের বিনোদনের ক্ষেত্রে ‘ফুকরে বয়েজ্জ্জ্’ ধারণা বদলে দেবে বলে আমাদের বিশ্বাস। বন্ধুত্ব, মাস্তি আর দুষ্টুমিতে ভরপুর থাকবে সিরিজ। শিশুদের সঙ্গে বাবা-মারাও দেখে আনন্দ পাবে,” ডিসকভারি কিডসের বিজনেস হেড উত্তম পাল সিং বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ