Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে বৃষ্টির বাধা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

ইমরান মাহমুদ, মিরপুর থেকে | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৮ পিএম

শঙ্কার মেঘ জমেছিল গতকাল থেকেই। সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরল বিকেল থেকেই। আর তাতেই শঙ্কায় পড়ে গেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার শিরোপা লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। তবে নির্ধারিত সময়ে (সন্ধ্যা ৬টা) টসই সম্ভব হয়নি বৃষ্টির কারণে।

সময় গড়ালেও এখনও মিরপুরের আকাশ ভারী কালো মেঘে ঢাকা। বিকাল ৪টার পর থেকেই বিরামহীনভাবে ঝরছে বারি হয়ে। দুই পরস্থ মাঠ পর্যবেক্ষণ করেও পিচ কভার সরানো যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ম্যাচটি মাঠে গড়াতে অপেক্ষা করা হবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। আর তাতেও যদি কার্টেল ওভারে (অন্তত ৫ ওভার) ম্যাচটি সম্ভব না হয়, তাহলে দু’দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হবে। কেননা ফাইনালের জন্য নেই কোন রিজার্ভ ডে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ