Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সচিব হলেন ৬ কর্মকর্তা

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কাজী আখতার উদ্দিন আহমেদ, অশোক মাধব রায়, নাজিমউদ্দিন চৌধুরী, এন এম জিয়াউল আলম, মো. নূরন্নবী তালুকদার ও মুহাম্মদ আবদুল্লাহ সচিব হলেন। জনপ্রশাসনের এই ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। এদের মধ্যে কাজী আখতার উদ্দিন আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, অশোক মাধব রায় নৌ মন্ত্রণালয়ে, নাজিমউদ্দিন চৌধুরী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, এন এম জিয়াউল আলম মন্ত্রিপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) ও মো. নূরন্নবী তালুকদার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া মুহাম্মদ আবদুল­াহ আছেন বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত রেক্টরের দায়িত্বে। এই ছয় অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়েছে। ১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা কাজী আখতার উদ্দিন গত বছরের ০২ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ১৯৮৪ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অশোক মাধব গত বছরের ৩ ডিসেম্বর নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।১৯৮৪ ব্যাচের বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা নাজিমউদ্দিন চৌধুরী গত বছরের ১৩ ডিসেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। ২০১৫ সালের ২০ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ পান মুহম্মদ আব্দুল্লাহ্ সরকার। মো. নূরন্নবী তালুকদার পিএসসির ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেওয়ার আগে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তা আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচিব হলেন ৬ কর্মকর্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ