Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইত্যাদিতে দর্শকদের সঙ্গে অভিনয় করলেন মমতাজ

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদ আনন্দের সাথে প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের ‘ইত্যাদি’। দর্শকও অধির আগ্রহে ঈদের ‘ইত্যাদি’র জন্য অপেক্ষা করেন। এবারের ঈদ ‘ইত্যাদি’র একটি পর্বে ‘ইত্যাদি’র দর্শকদের সাথে দেখা যাবে ফোক সম্রাজ্ঞী মমতাজকে। টেলিভিশন পর্দায় যার আত্মপ্রকাশ ঘটেছিল এই ‘ইত্যাদি’র মাধ্যমেই। নিয়মিত ‘ইত্যাদি’ ঢাকার বাইরে হলেও ঈদের ‘ইত্যাদি’ করা হয় ঢাকায়। কারণ ঈদের ‘ইত্যাদি’ যখন ধারণ করা হয় তখন প্রতিবছরই থাকে বর্ষাকাল। যে কারণে খোলা আকাশের নীচে অনুষ্ঠান করলে বৃষ্টির ঝুঁকিতে পড়তে হয়। তাই এবার ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আর এখানেই কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের জন্য ৪ জন দর্শক। ফাগুন অডিও ভিশন জানায়, মাত্র ১৫ সেকেন্ডের চিত্রায়নের জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে হাজার হাজার দর্শকের জন্য এই বিশেষ উপকরণ তৈরি করা হয়েছে। নির্বাচিত দর্শকদের সাথে পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তবে এবার ইত্যাদির দর্শকরা তাকে দেখবেন ভিন্নরূপে। গান নয়-অভিনয়ে। উল্লেখ্য, একসময় প্রিয়জনের সঙ্গে যোগাযোগের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ছিল খাম বা চিঠি। এই চিঠিকে কেন্দ্র করেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মমতাজ নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে তাৎক্ষণিকভাবে চারটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেন। দর্শক এবং মমতাজের তাৎক্ষণিক অভিনয় পর্বটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত কয়েক হাজার দর্শক এই পর্বটি বেশ উপভোগ করেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদিতে দর্শকদের সঙ্গে অভিনয় করলেন মমতাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ