Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ঈশানার বিরুদ্ধে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মডেল অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আদালতে চ‚ড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত রোববার ঢাকার সিএমএম আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই মো. নাসির উদ্দিন সরকার। গত ২৮ এপ্রিল আদালতে আত্মসমর্পন করে জামিন নেন ঈশানা। মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম গত ৩ ফেব্রæয়ারি ঈশানার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রথমে একটি মানহানি মামলা করেন ও পরে গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরেকটি মামলা দায়ের করেন। দুটি মামলায় ঈশানা জামিনে রয়েছেন। মামলার আরজিতে বলা হয়েছে, শুটিং সেটে বাদী প্রযোজক মারুফ খান প্রেমের অনুপস্থিতে ঈশানা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। সেই সঙ্গে ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। এতে বাদীর সম্মানহানি, সামাজিক ও আর্থিকভাবে ১ কোটি টাকার ক্ষতি উল্লেখ করে ইশানাকে আসামি করে মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশানার বিরুদ্ধে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ