Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইরাল সেলফি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রোবববার ‘হাউডি মোদি’ অনুষ্ঠান শেষে স্টেজের পিছনে ভারতীয় বংশোদ্ভূত শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি ও ট্রাম্প। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ও ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফির আবদান করে এক কিশোর। দুই রাষ্ট্রপ্রধানই এক কথায় তাতে রাজি হয়ে যান। এরপর সেলফিতে বিশ্বের দুই শক্তিশালী দেশের প্রধানদের সঙ্গে এক ফ্রেমে ছিল ওই নাবালকও। সেই সেলফিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামের এই সভায় প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি চিকিৎসা, শিল্প, তথ্য-প্রযুক্তি, কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয়রা আমেরিকার উন্নয়নে প্রতিনিয়ত সাহায্য করছে বলেন জানান ট্রাম্প। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টেরও উচ্ছ¡সিত প্রশংসা করেন মোদি। বলেন, ‘আমেরিকার উন্নয়নে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ তাকে সপরিবারে ভারতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ