প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বহু বিতর্কের জন্ম দেয়া মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে এবার শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে নির্মাতা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে শখের এই অপেশাদার আচরণের কারণে তাকে বয়কটের আহŸান জানান নাট্যনির্মাতা তপু খান। গত রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিরর সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা সেতু আরিফ, সাজ্জাদ সুমনসহ বেশ কয়েকজন। নির্মাতা তপু খান অভিযোগ করেন, শখের দায়িত্বহীন আচরণে তিনি হতাশ। শিডিউল দিয়েও তিনি শুটিংয়ের সেটে আসেননি। এতে পরিচালক আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন। তপু খান বলেন, আমি প্রায় এক মাস আগে অভিনেত্রী শখের শিডিউল নিয়েছি। শুটিংয়ের ১০ দিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছি। কিন্তু শুটিংয়ের আগের দিন রাত পৌনে ১১টায় নানা অজুহাতে আমাকে শুটিং প্যাক-আপ করতে বাধ্য করেন তিনি। এটি কোনোভাবেই একজন পেশাদার শিল্পীর আচরণ হতে পারে না। তিনি আমাকে ফাঁসিয়ে আরেকজন পরিচালকের কাজ করেছেন। নির্মাতা ক্ষোভের সঙ্গে বলেন, আমরা দেশের নামিদামি তারকাদের নিয়ে কাজ করেছি। দেখেছি তারা কাজের প্রতি কতোটা সিরিয়াস ও মনোযোগী। কিন্তু আজকালের তারকাদের অধিকাংশই দায়িত্বহীন আচরণে দুষ্ট। শখের এই অপেশাদার আচরণে আমি ও নির্মাণ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। এই দায় কে নেবে? উল্লেখ্য যে নাটকটির শিডিউল ফাঁসিয়েছেন শখ সেটির নাম ছিল কট বিহাইন্ড। নাটকে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক রিয়াজ। নাট্যাঙ্গণের বোদ্ধা ব্যক্তিরা শখের এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন। অনেক নির্মাতা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পীরা শিডিউল ফাঁসানোর সাহস করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।