Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফোনালাপের তদন্ত দাবি বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের তদন্ত দাবি করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেট দলের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী। খবর রয়টার্স। বাইডেন বলেছেন, ‘এটা ক্ষমতার অপব্যবহার। একজন বিদেশি প্রসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিলেন। আর সেখানে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা খুবই বিপজ্জনক।’ আইওয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বাইডেন। জানা গেছে, উক্রেনের নতুন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে গত জুনে ফানালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই সময় ট্রাম্প জেলেনেস্কিকে জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ