Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিনগ্রহীদের স্পেশক্রাফটের ভিডিওর সত্যতা স্বীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গত বছর পেন্টাগনের প্রকাশ করা গোপন ইউএফও ফাইল থেকে নেওয়া একটি ভিডিও প্রকাশ করেন পেন্টাগনের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা লুইস এলিজোন্দো। সেখানে দেখা যায়, এক বিশেষ উড়ন্ত বস্তুর মুখোমুখি হয়েছিল মার্কিন যুদ্ধবিমান। ওই বস্তুকে ইউএফও হতে পারে বলেও মনে করা হচ্ছিল। এমনকি সেই বস্তু নিয়ে দীর্ঘদিন গোপনে তদন্তও চালিয়েছে পেন্টাগন। আমেরিকার পক্ষ থেকে সরকারিভাবে সেই তদন্তের কথা কখনও জানানো হয়নি। তবে এবার সেই উড়ন্ত বস্তুর কথা স্বীকার করে নিল মার্কিন নৌবাহিনী। স¤প্রতি মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ওই ভিডিওটি সত্যি। ওরকম একটি উড়ন্ত বস্তু দেখা গিয়েছিল। মার্কিন নৌবাহিনীর নাভাল অপারেশন ফর ওনফরমেশন ওয়ারফেয়ার-এর উপপ্রধানের মুখপাত্র জোসেফ গ্রাডিশের জানান, ওই ভিডিওতে যেটি দেখা যাচ্ছে, সেটিকে ‘আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওই উড়ন্ত বস্তু আসলে কী, সেটা অবশ্য স্পষ্ট করে জানানি মার্কিন নেভি কর্মকর্তা। কিন্তু তার মতে, এগুলো সাধারণত ড্রোন হয়ে থাকতে পারে, ভিনগ্রহীদের স্পেশক্রাফট বা ইউএফও বলতে নারাজ তারা। জানা যায়, আমেরিকার বিভিন্ন প্রান্তের আকাশে ইউএফও-র গতিবিধির ওপর নজর রাখতে ২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত একটি গোপন কর্মসূচি ছিলো পেন্টাগনের। যার নাম- ‘অ্যাডভান্সড এভিয়েশন থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম’। সিবিএস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ