Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেউলিয়া হয়ে গেল টমাস কুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

শেষ মুহূর্তের আলোচনায় কোনো ফল না হওয়ায় বাঁচানো গেল না টমাস কুককে, যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো অবকাশ পর্যটন কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএ) বলছে, বিশ্বজুড়ে পর্যটন পরিচালনাকারী এই কোম্পানি ‘তাৎক্ষণিক সকল বিক্রি’ বন্ধ করে দিয়েছে। এই ঘোষণার ফলে এই মুহূর্তে বিদেশে থাকা দেড় লাখের বেশি ব্রিটিশ পর্যটককে দেশে ফেরানোর জন্য নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। বিবিসির খবরে বলা হয়েছে, এটা শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় ব্রিটিশ প্রত্যাবাসন। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ছাড়া এর আগে সরকারকে এতো ব্রিটিশ নাগরিককে একসঙ্গে দেশে ফেরানোর আয়োজন করতে হয়নি। টমাস কুকের প্রধান নির্বাহী পিটার ফানখাউসার বলেন, ১৭৮ বছরের পুরনো এই কোম্পানির এরকম পতন ‘গভীর আক্ষেপের বিষয়’। কোম্পানির বাধ্যতাম‚লকভাবে দেউলিয়া ঘোষণা করার পাশাপাশি লাখ লাখ গ্রাহক ও কয়েক হাজার কর্মচারীর কাছে ক্ষমা চেয়েছিলেন। টমাস কুকের পতনের ফলে যুক্তরাজ্যে নয় হাজারসহ বিশ্বজুড়ে ২২ হাজার মানুষের চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে। ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, কোম্পানিটির পতন ‘কর্মীদের জন্য এবং অবকাশযাপনকারীদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ’। প্রত্যাবাসনের ‘বিশাল’ ভারবহনকারী এসব কর্মীদের সঙ্গে ‘আন্তরিক আচরণ’ করতে অবকাশযাপনকারীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। শ্যাপস জানান, গ্রাহকদের নিখরচায় দেশে ফেরাতে সরকার ও বিমান পরিবহন কর্তৃপক্ষ এর মধ্যেই কয়েক ডজন উড়োজাহাজ ভাড়া করেছে। টমাস কুকের মাধ্যমে বিদেশে যাওয়া নাগরিক ফেরাতে জরুরি এ কার্যক্রমের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ম্যাটারহর্ন’। সোমবার থেকে ব্রিটিশ পর্যটকদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে রোববার খালি বিমানগুলি বিদেশের পথে উড়তে শুরু করেছে। বিশ্বের বিখ্যাত হলিডে ব্র্যান্ডগুলির অন্যতম টমাস কুক নামে এ কোম্পানি ১৮৪১ সালে লিসেস্টারশায়ারের কেবিনেট নির্মাতা টমাস কুকের হাত ধরে যাত্রা শুরু করেছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ