প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ক্যারিয়ারের প্রথমদিকে কেউ আমার পথ প্রদর্শক ছিলেন না। নিজেকেই এগিয়ে যেতে হয়েছিল। ভুল থেকে অনেক কিছু শিখতে হয়েছিল। তবে আমার প্রথম ছবি ‘বলওয়ান’ আমাকে সাফল্য এনে দেয়। এরপরেই নিজেকে বলিউডের দ্বিতীয় ‘বিগ বি’ বলে ভাবতে শুরু করে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে ওঠেনি, স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। তবে ডেবিউ নিয়ে চিন্তিত ছিলাম। ‘বলওয়ান’ যে হিট হবে তা ভাবতেও পারিনি।’-এভাবেই বলেছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।
অভিনেতা মনে করেন ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউন থাকবেই। তাতে কি হয়েছে? ওই বিষয়গুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে জীবনে। এদিকে বলিউডে আসার জার্নিটা যে একেবারেই সজহ ছিল না অভিনেতার কাছে তাও জানালেন তিনি। শুনীল শেঠি বলেন, ‘আমার অভিনয় দেখই অনেকে অনেক কথাই শুনিয়েছে। সমালোচনা করেছেন তারা। তাদের বক্তব্য ছিল অভিনয় না এসে যেই কাজ করতাম সেই কাজেই ফিরে যাই। আমি গর্বিত যে তাদের সমালোচনাকে ইতিবাচক ভাবে গ্রহণ করতে পেরেছি এবং সব কিছুকেই সামলে নিয়েছিলাম। মনোযোগ দিয়েছিলাম, দর্শক আমার থেকে কী আশা করে এবং তাদের আশাগুলোকেই পূর্ণ করার চেষ্টা করেই চলেছি।’
এই অভিনেতা আরও জানান, ‘একটা সময় এমন এসেছিল যখন আমি কাঁদতে বাধ্য হয়েছিলাম। মনে হয়েছিল কেন অভিনয় করতে গেলাম। সেই সময় অনেক সিনেমা ফ্লপ হয়ে গিয়েছিল। আর এটাই মনে হচ্ছিল অভিনয় জগতে না আসাটাই ভালো ছিল। কিন্তু আমি থেমে থাকেনি। অ্যাকশন ছবি এবং ফিটনেসের দিকে মনোযোগ দিতে শুরু করেছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।