Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসিকে হারিয়ে লিভারপুলের রেকর্ড

প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:৫১ এএম

চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যহত রেখেছে লিভারপুল। গতবারের মতো এবারও মৌসুমের শুরুতে টানা জয়ে অনন্য রেকর্ড গড়েছে ইয়ুর্গুন ক্লপের দলটি।


রোববার লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলকে ২-১ গোলে হারায় লিভারপুল। প্রথমার্ধে আলেক্সান্ডার অরনল্ড ও রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে একক নৈপুন্যে দর্শনীয় গোলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন এনগলো কঁতে।

মৌমুমের ছয় ম্যাচেই জয় পাওয়া লিভারপুল গত মৌসুমেও শুরুর ছয় ম্যাচে জয় পেয়েছিল। ইংলিশ লিগে টানা দুই মৌসুম এমন কীর্তি গড়তে পারেনি আর কোনো দল।

এই জয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে ‘অল রেডস’ খ্যাত দলটি। পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। মৌমুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ৮ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হামের মাঠে ২-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার সাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ