Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের ‘৩৫০’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম


বিশ্বের চতুর্থ বোলার হিসেবে সব ধরনের টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৪ রানে ১ উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন সাকিব। এজন্য তাকে খেলতে হয়েছে ৩০২টি ম্যাচ।
সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই বোলার সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভো এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। নারাইন ৩৩৩ ম্যাচে ৩৭৬ উইকেট, মালিঙ্গা ২৮৬ ম্যাচে ৩৮৫ উইকেট ও ব্রাভো ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট নিয়েছেন।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-২০তে ৩৫০ উইকেট ও অন্তত ৪০০০ রানের মালিক হলেন তিনি। এক্ষেত্রে সাকিবের উপরে আছেন ব্রাভো। ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৬২৯৮ রান করেছেন ব্রাভো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ