রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় আফছার আলী (৩৫) নামের চোরকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় হত্যার পর ধুকুরিয়া বেড়া বিল এলাকায় মৃতদেহটি ফেলে রাখা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আফছার আলী (৩৫) বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আফছার আলী এলাকার চিহ্নিত চোর। মাঝে-মাঝেই চুরি করে ধরা পড়ত। সোমবার গভীর রাতে কেবা কারা তাকে হত্যার পর লাশ ধুকুরিয়া বিল এলাকায় ফেলে রেখে চলে যায়। মঙ্গলবার সকালে এলাকাবাসী মৃতদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ভেঙে ফেলা হয়েছে। তবে কেবা কারা এ হত্যাকা-টি ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।