রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামানকে মারধরের ঘটনায় জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই কৃষি কর্মকর্তা। গত সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান নিজে বাদি হয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে জলঢাকা থানায় মামলাটি দায়ের করেন। থানায় দায়ের করা মামলার সূত্র মতে, গত রোববার দুপুর ১.৪০ টার দিকে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন অপরিচিত ১৫ থেকে ২০ ব্যক্তিকে সঙ্গে নিয়ে জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামানকে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তার কার্যালয়ে প্রবেশ করেন। এসময় সোহরাব হোসেনের হাতে থাকা লাঠি দিয়ে অতর্কিতভাবে তিনি ওই কর্মকর্তাকে মারপিট শুরু করেন, এবং হত্যার উদ্যেশ্যে দুই হাত দিয়ে গলা টিপে ধরেন। এ সময় হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলম নামের দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর চড়াও হন তিনি। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম জানান, এ ঘটনায় গত সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান নিজে বাদি হয়ে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত চলছে। এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগটি অস্বীকার করে বলেন, ওই কৃষি কর্মকর্তারা অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে তার ইউনিয়নের বরাদ্দকৃত সরকারি ধান ক্রয়ের তালিকায় ভূমিহীন ও কমসংখ্যক কৃষকের নাম তালিকাভুক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।