মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরামকোর তেল স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী, তদন্তে এটি নিশ্চিত হলে জবাব দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সউদী আরব। শনিবার দেশটি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এ মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাতে অস্বীকার করে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তদন্তের ফলাফলের ভিত্তিতে রাজ্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। হামলাটি ইয়েমেন থেকে করা হয়নি এটি নিশ্চিত আমরা, হামলাটি উত্তর দিক থেকে হয়েছে। তদন্তকারীরাই এটি প্রমাণ করবে।” ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলাটির দায় স্বীকার করলেও সউদী আরব তা প্রত্যাখ্যান করেছে। ১৪ সেপ্টেম্বরের ওই হামলায় সউদী আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সউদী আরামকোর দুটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ স্থাপনা দুটির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারও আছে। হামলার পরপরই বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারী দেশ সউদীর দৈনিক তেলের উৎপাদন কমে অর্ধেকেরও নিচে নেমে যায়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।