Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়ী নিশ্চিত হলে জবাব দেবে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আরামকোর তেল স্থাপনায় হামলার জন্য ইরান দায়ী, তদন্তে এটি নিশ্চিত হলে জবাব দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সউদী আরব। শনিবার দেশটি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এ মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাতে অস্বীকার করে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তদন্তের ফলাফলের ভিত্তিতে রাজ্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। হামলাটি ইয়েমেন থেকে করা হয়নি এটি নিশ্চিত আমরা, হামলাটি উত্তর দিক থেকে হয়েছে। তদন্তকারীরাই এটি প্রমাণ করবে।” ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলাটির দায় স্বীকার করলেও সউদী আরব তা প্রত্যাখ্যান করেছে। ১৪ সেপ্টেম্বরের ওই হামলায় সউদী আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সউদী আরামকোর দুটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ স্থাপনা দুটির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারও আছে। হামলার পরপরই বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারী দেশ সউদীর দৈনিক তেলের উৎপাদন কমে অর্ধেকেরও নিচে নেমে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ