Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উল্লাপাড়ায় সর্বহারার সিরাজ বাহিনীর প্রধানসহ আটক ৪

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সর্বহারা দল সিরাজ বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজসহ (৩০) ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি রিভলবার ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার চর মোহনপুর গ্রামে কেরু চৌকিদারের বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সিরাজ বাহিনীর প্রধান উল্লাপাড়া উপজেলার চাকশা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ, একই উপজেলার চর মোহনপুর গ্রামের আয়নাল, সদানন্দ ও আফজাল। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সর্বহারা সিরাজ বাহিনী বেশ কিছুদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাকাতি করে আসছিল। সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজ ও অপর ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উল্লাপাড়ায় সর্বহারার সিরাজ বাহিনীর প্রধানসহ আটক ৪
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ