Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে মামা ভাগ্নে গ্রেফতার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩৮ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা ভাগ্নে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাসুদ ও তার ভাগ্নে শফিউল্লাহ’র ছেলে রিয়াদ। শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম রোববার বিকালে জানান, ভিকটিমের স্বামী ও গ্রেফতারকৃত মাসুদ এক সাথে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। চলতি মাসের ১২ তারিখে ধর্ষক মাসুদ দেশে আসে। ধর্ষিতার স্বামী মাসুদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য কিছু জিনিসপত্র পাঠায়। ১৩ সেপ্টম্বর ওইসব জিনিসপত্র দেয়ার জন্য মাসুদ কোটচাঁদপুর শহরের গাবতলাপাড়ায় ভিকটিমের বাসায় আসে। এ সময় ভাগ্নে রিয়াদকে পাহারায় রেখে মাসুদ ওই গৃহবধূকে ধর্ষণ করে। বিষয়টি সামাজিক ভাবে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করে ধর্ষক। কিন্তু ধর্ষিতার পরিবার ন্যায় বিচার না পেয়ে পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে কোটচাঁদপু থানায় মামলা হলে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ওসি মাহবুবুল আলম জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ