বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীর বোর্ডবাজার এলাকায় র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৫শ’ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- বিল্লাল হোসেন (৩৮) ও মানিক রতন (২৯)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর থানার মির্জাপুর এলাকায় বলে জানা গেছে।
র্যাব-১ এর সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল সঙ্গীয় ফোর্স নিয়ে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্ব পার্শ্বে হাজী আবেদ আলী মার্কেটের মায়ের দোয়া রেফ্রিজারেটর শো-রুমের সামনে একটি ট্রাকে অভিযান চালায়। এ সময় দুই জনকে আটক করে। পরে ওই ট্রাকে তল্লাশি করে ১ হাজার ৫শ’ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।
র্যাবের বিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বিল্লাল পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে প্রায় ১৫ বছর যাবত ট্রাক চালিয়ে আসছে এবং পাশাপাশি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। ফেনসিডিলের ওই চালানটি দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এর আগেও সে ১২/১৫টি মাদকের চালান ঢাকায় নিয়ে আসেন এবং চালান প্রতি ৬০ হাজার টাকা করে তাকে দিত বলে স্বীকার করেছে।
অপর আসামী মানিক রতন হলো বিল্লালের সহযোগী। সে মাদক পরিবহনে বিল্লালকে সহযোগিতা করতো। এর আগেও মানিক ৫/৬ বার মাদকের চালান রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করেছে এবং চালান প্রতি সে ১৫ হাজার টাকা করে পেয়েছে বলে স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।