Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফর করবেন প্রিন্স উইলিয়াম ও কেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন আগামী ১৪ অক্টোবর পাকিস্তান সফরে যাচ্ছেন। ১৮ অক্টোবর পর্যন্ত দেশটি সফর করবেন তারা। ক্যানসিংটন প্যালেস শুক্রবার এ ঘোষণা দিয়েছে। এই সফর শুরুর আগে ২ অক্টোবর লন্ডনে প্রিন্স করিম আগা খানের আতিথেয়তায় এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন ক্যামব্রিজের ডিউক ও ডাচেস। গত জুনের শেষ দিকে এই ব্রিটিশ রাজদম্পতির পাকিস্তান সফরের কথা প্রথম প্রকাশ করা হয়। এক দশকের বেশী সময়ের মধ্যে এটা হবে কোন ব্রিটিশ রাজদম্পতির প্রথম পাকিস্তান সফর। এই সফরের মধ্য দিয়ে পাকিস্তানের ব্যাপারে ব্রিটেনের নতুন করে আগ্রহের প্রকাশ ঘটেছে। ব্রিটেনে পাকিস্তানের রাষ্ট্রদ‚ত নাফিস জাকারিয়া এক টুইটে লিখেন যে এই ঘোষণাকে পাকিস্তান স্বাগত জানিয়েছে। আসন্ন সফরের মাধ্যমে পাকিস্তানকে যুক্তরাজ্যের গুরুত্ব প্রদানের বিষয়টি ফুটে উঠেছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং তারা এই সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী। ২০০৬ সালে প্রিন্স অব ওয়েল্স চার্লস ও ডাচেস অব কর্ণওয়েল ক্যামেলিয়া পাকিস্তান সফর করেন। এরপরও পাকিস্তানে ১৯৯৬ সালে প্রিন্সেস ডায়ানার সফরটি সবচেয়ে স্মরণীয় হয়ে আছে। তিনি ইসলামাবাদ এবং লাহোরের উত্তরাঞ্চলে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সম্বলিত স্থানগুলো সফর করেন। তাকে স্বাগত জানিয়েছিলেন তখনকার ক্রিকেটার এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ডায়ানা ছিলেন ইমরান খানের বন্ধু। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ