Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুগত্যের পরীক্ষা দিতে হবে সাংবাদিকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আগামী দিনে চীনের সাংবাদিকদের কাজে যোগ দেওয়ার আগে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এতে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মতাদর্শ নিয়ে বোঝাপড়া পরীক্ষা করা হবে। গত মাসে বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পাঠানো চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নোটিসে এই পরীক্ষার কথা জানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সাংবাদিকদের অনুমোদন নবায়ন করতে হলে ‘স্ট্রাডি শি’ নামে একটি অ্যাপের ওপর সাংবাদিকদের পরীক্ষা দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, অনেকেই বিশ্বাস করেন খুব তাড়াতাড়ি এই নিয়ম চীনের সব সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে। ২০১৭ সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং-এর চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভ‚ক্ত করার প্রস্তাব অনুমোদন করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুং-এর পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পেল। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাও-এর মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হচ্ছে শি-বাদ হিসেবে। এর বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জ এখন থেকে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধের অবস্থান বলে বিবেচিত হচ্ছে। শি জিনপিং-এর চিন্তাধারা নিয়ে এ বছরের শুরুতে চালু হয় নতুন অ্যাপ ‘স্ট্রাডি শি’। এই অ্যাপ থেকেই সাংবাদিকদের পরীক্ষা নেওয়া হবে বলে চীনের সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নোটিশে জানানো হয়েছে। চীনের অন্তত তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা গার্ডিয়ানকে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠান ওই অ্যাপে রেজিস্ট্রেশন করার অনানুষ্ঠানিক নোটিশ পেয়েছে। সানদং প্রদেশের একটি সম্প্রচারমাধ্যমের সাংবাদিক বলেন, ‘উচু সারি থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ এর থেকে বাঁচতে পারবে বলে আমার বিশ্বাস হয় না’। অক্টোবরে শুরু হতে যাওয়া এই পরীক্ষা পাঁচটি অংশে বিভক্ত হবে। এর মধ্যে দুটি থাকবে নতুন যুগে শি জিনপিং-এর সমাজতান্ত্রিক শিক্ষা এবং প্রপাগান্ডা বিষয়ে শি-এর গুরুত্বপ‚র্ণ চিন্তা। সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে কম মুক্ত দেশগুলোর একটি চীন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ