Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

হিজবুল্লাহর হুঁশিয়ারি
ইনকিলাব ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে নীরব থাকে, তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠার ঘটনায় বোঝা যায়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের ম‚ল্য অনেক বেশি। তিনি হুঁশিয়ার করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত ধ্বংস হয়ে যাবে। পার্সটুডে।


যুক্তরাষ্ট্রে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে চীনা পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত চার জনের মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কাছে হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। বাসটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। “আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের সব যাত্রী চীনের নাগরিক। বাসচালকও চীনা বংশোদ্ভ‚ত আমেরিকান।” রয়টার্স।


কিরিবাতির সম্পর্ক ছিন্ন
ইনকিলাব ডেস্ক : সলোমন দ্বীপপুঞ্জের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি দ্বিতীয় দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের ক‚টনৈতিক সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে। সলোমন দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চারদিন পর বিষয়টি সামনে এলো। এখন অঞ্চলটিতে তাইওয়ানের বন্ধুর সংখ্যা আরও কমে গেল। এখন তাইওয়ানের স্বশাসিত ভূখন্ডকে একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা মাত্র ১৫টি। বিবিসি।

নিষিদ্ধ জেনিফার ছবি
ইনকিলাব ডেস্ক : মার্কিন অভিনেত্রী জেনিফার লোপেজের নগ্নতা বিষয়ক ছবি ‘হাস্টলারস’ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। এই ছবিতে অশালীন অনেক দৃশ্য থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ড বলেছে, ওই ছবিতে নগ্ন অবস্থায় নারীদের স্তন দেখানো হয়। আছে রগরগে নাচ। এ ছাড়া মাদকের ব্যবহার সংক্রান্ত দৃশ্য আছে এতে। ফলে এই ছবিটি প্রকাশ্যে মালয়েশিয়ায় প্রদর্শন উপযোগী নয়। মালয়েশিয়ায় এ ছবিটির পরিবেশক কোম্পানি স্কয়ার বক্স পিকচার। বিবিসি।


রহস্যময় কঙ্কাল
ইনকিলাব ডেস্ক : ইতালির রাজধানী রোমে মাটি খুঁড়ে বহু বছর আগের একটি কঙ্কাল পাওয়া গেছে। শুক্রবার মেট্রো বি পিরামিড রেলস্টেশনের কয়েক গজের মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। জানা যায়, রোমের পিরামিড নামক মেট্রো স্টেশনের সম্মুখে সংস্কার কাজ করার সময় শুক্রবার সকালে মাটির প্রায় ১ মিটার গভীরতায় কঙ্কালটি পাওয়া যায়। এ সময় কঙ্কালটি দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়। ইতালির পিরামিড রোমের ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন হাজার হাজার পথচারী এই রাস্তায় চলাচল করে। ওয়েবসাইট।


উদ্দেশ্য একই
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের ব্রেক্সিট সেক্রেটারি স্টিফেন বার্কলে বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের উদ্দেশ্য একই। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ’র সমঝোতার দায়িত্বে থাকা মিচেল বার্নিয়েরের সঙ্গে বৈঠকের পর বার্কলে এই কথা বলেছেন। বৈঠকে গুরুত্বপ‚র্ণ বিষয়ে বিস্থÍারিত আলোচনা হয়েছে। আর বার্নিয়ের বলেছেন, সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে বৈঠক হয়েছে। সামনের দিনগুলোতে আরো অগ্রগতি হবে বলে আশা করছি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ