Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২২ পিএম

কলাপাড়ায় তৌফিক হাওলাদার (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মহিপুর থানা পুলিশ মৃতদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মৃত তৌফিক উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের ইলিয়াশ হাওলাদারের ছেলে। সে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে তৌফিক। শুক্রবার রাতে বাবা-মায়ের সাথেই ঘুমিয়ে ছিলো সে। মাঝ রাতে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শনিবার ভোরে বাড়ির পিছনের একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ