Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে গণধর্ষণ

হিলি (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালমাটি গ্রামে দিনদুপুরে লিচুর বাগানে জোরপূর্বক গৃহবধুকে গণধর্ষণ করেছে।

জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার এক গৃহবধূ গত বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ীতে ফেরার পথে তিনজন যুবক তার পথরোধ করে জোরপূর্বক লিচুর বাগানে নিয়ে মুখে ওড়না গুজে গণধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে গতকাল শুক্রবার ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। গৃহবধূর স্বামী জানান, আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগসাজসে ধর্ষণকারীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

গৃহবধূকে গনধর্ষণ কারীরা হলো লালমাটি গ্রামের মো. ইসমাইল হোসেন (৩৫), মো. রাসেল (৩২) ও সজিব (২৫) । এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়াগেছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ