বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা সাড়ে ৫ হাজার ছুতে চলেছে। ইতোমধ্যে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৮ জন। নিয়মিত ঢাকা থেকে আসা মানুষের মধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকালের পূর্ববর্তী ৭ দিনে এ অঞ্চলে নতুন করে প্রায় সোয়া ৪শ’ ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তির সংখ্যা দেড় শতাধিক। এ নিয়ে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৩৪২। যার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।