Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ওয়াশিংটনে গোলাগুলি হতাহতের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। যুক্তরাষ্ট্রে নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতিটি ভয়াবহ হত্যাকান্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর। স্থানীয় সংবাদমাধ্যমে এই গোলাগুলির খবর প্রকাশিত হলেও এখনও তা নিশ্চিত করতে পারেনি রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে অনেক পুলিশ উপস্থিত রয়েছে। চলতি মাসেই এটা যুক্তরাষ্ট্রে তৃতীয় বন্দুক হামলার হামলা। এর আগে ৩ আগস্ট টেক্সাসে এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ