Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাথা ঢোকে না কোনো হেলমেটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের গুজরাট প্রদেশের যুবক জাকির হোসেন। ইচ্ছা থাকলেও ট্রাফিক আইন মানতে পারছেন না তিনি! কারণ জাকিরের মাথা এতটাই মোটা যে তার মাপের হেলমেট বাজারে খুঁজে পাওয়া যায় না। ভারতীয় একটি দৈনিক বলছে, গুজরাটের উদয়পুরের বাসিন্দা জাকির পেশায় ফল ব্যবসায়ী। কয়েকদিন আগে হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে ধরা পড়েন তিনি। ট্রাফিক পুলিশ নিয়ম মেনে তাকে জরিমানা করে। দেশটির নতুন মোটরযান আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা হয় জাকিরের। জরিমানার রসিদ হাতে পাওয়ার পর জাকির পুলিশকে জানান, তিনি চাইলেও ট্রাফিক আইন মানতে পারছেন না। কারণ তার মাথাটা এতটাই মোটা যে বাজারে কোনো হেলমেট তার মাপে পাওয়া যায়নি। জাকির বলেন, আমার কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে। শুধু হেলমেট নেই। আমি অনেক দোকানে গিয়েছি। কিন্তু কোথাও আমার মাপের হেলমেট পাইনি। আইন মেনে চলাটাই কাজ, সবাই সেটাই করতে চায়। কিন্তু আমার উপায় নেই। সমস্যার কথা পুলিশকেও জানিয়েছি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ