Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্দালের আটটি মসজিদ খুলে দেয়ার দাবি মুসলমানদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মিয়ানমারের মুসলিম অধিবাসীরা মান্দালের আটটি মসজিদ পুনরায় চালুর অনুমতি চেয়েছেন, যেগুলো ছয় বছর আগে বন্ধ করে দেয়া হয়েছিল। দেশে স¤প্রতি সিনিয়র জেনারেল মিন অং লাইং অ-বৌদ্ধ ধর্মীয় স¤প্রদায়ের সাথে দ‚রত্ব ঘোচানোর জন্য যে প্রচেষ্টা শুরু করেছেন, তাতে উদ্বুদ্ধ হয়েই এই দাবি জানিয়েছেন মুসলিমরা। মুসলিম অধিবাসীরা শনিবার স্টেট কাউন্সিলরের অফিস, কমান্ডার-ইন চিফের অফিস এবং সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যাতে মেইকতিলা ও ইয়ামেথিন টাউনশিপের ছয়টি মসজিদ পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হয়। ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারি উ উন্না মাউং শোয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “মেইকতিলা ও ইয়ামেথিনের মুসলিমরা অ-বৌদ্ধদের সাথে কমান্ডার-ইন-চিফের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, যদিও তার উদ্দেশ্যের কথা আমি বলতে পারবো না”। সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র উ সান উইন বলেন, তারা এখনও এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাননি। মান্দালে ইসলামিক কাউন্সিলের চেয়ার উ মাউং মাউং বলেছেন, সিনিয়র জেনারেল মিন অং লাইং যখন ১১ সেপ্টেম্বর জুন মসজিদ সফর করেন, এবং সেখানে চাল, রান্নার তেল, মটর ও টাকা দেন, তখন অন্যান্য মসজিদগুলো খুলে দেয়ার কথা বলেছিলেন তিনি। ২০১৪ সালে মান্দালেতে তীব্র সা¤প্রদায়িক সহিংসতার কারণে মেইকতিলা ও ইয়ামেথিন টাউনশিপের মসজিগুলো বন্ধ করে দেয়া হয়। এসএএম।



 

Show all comments
  • Mohammad Sirajullah ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪০ এএম says : 0
    Good News !
    Total Reply(0) Reply
  • ABdul Karim ২১ সেপ্টেম্বর, ২০১৯, ২:২০ পিএম says : 0
    মিয়ানমারের উচিত তাদের দাবি মেনে নেয়া
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ