Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ট্রাম্পকে নিয়ে খেলছেন নেতানিয়াহু : টিলারসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক খেল-তামাশা করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য ফাঁস করেছেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। টিলারসন সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের সঙ্গে প্যানেল সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেন। তিনি বলেন, ট্রাম্পকে প্রতারণা করার জন্য নেতানিয়াহু অনেকবার ভুল তথ্য দিয়েছেন। টিলারসন জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রভাবিত করার জন্য নেতানিয়াহু এ কাজ করেন। এক পর্যায়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একথা জানিয়ে দিই যে, আপনাকে নিয়ে নেতানিয়াহু খেলছেন এবং ট্রাম্প তা বুঝতে পারেন।” টিলারসন বলেন, “নেতানিয়াহুর এই সমস্ত কর্মকান্ড আমাকে খুবই বিব্রত করেছে এবং আমি চিন্তা করেছি যে আমাদের ঘনিষ্ঠ ও গুরুত্বপ‚র্ণ একজন মিত্র এই ধরনের কাজ করতে পারে!” টিলারসন সতর্ক করে বলেন, নেতানিয়াহুর সঙ্গে কাজ করতে গেলে বিশেষ রকমের সর্তকতা প্রয়োজন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ