মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ঝাড়খন্ডের রাঁচির মারওয়াড়ি কলেজে গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে বোরকা পরে এসেছিলেন মারওয়াড়ি কলেজের ছাত্রী নিশাত ফতিমা। পরীক্ষায় প্রথম হওয়ায় অনুষ্ঠানে স্বর্ণ পদক গ্রহণ করতে এসেছিলেন তিনি। কিন্তু বোরকা পরে আসায় ছাত্রীকে পুরস্কার দিল না কলেজ কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম স‚ত্রে জানা যায়, পরিবারের সঙ্গে অপেক্ষা করছিলেন ফতিমা। নাম ঘোষণা হওয়ার পর পদক নিতে এগিয়ে আসেন তিনি। তখনই জানা যায়, বোরকা পরে অনুষ্ঠানে এসেছেন ফতিমা। তখন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, কলেজের ড্রেস-কোড পরে আসেননি ওই ছাত্রী। এই কারণেই অনুষ্ঠানে তাকে কোনো ডিগ্রি দেওয়া হবে না। পরে ওই ছাত্রীর বাবা মোহাম্মাদ ইকরামুল হক এর প্রতিবাদ করেন। তিনি জানান, মুসলিম রীতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরা যায়। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ছেলেদের জন্য সাদা কুর্তা-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালওয়ার স্যুট বা শাড়িকে ড্রেস-কোড হিসেবে ঠিক করা হয়েছিল। সেই মতো নির্দেশিকাও জারি করা হয়। এরপরও তা না মানা কলেজের নিয়মভঙ্গের সমান। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।