মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শনিবার সউদী আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সউদী আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুতিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন। সেখানে বৈঠকে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও ওই সম্মেলনে অংশ নেবেন, তবে তিনি কবে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা এখনো জানা যায়নি। অপর এক খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে যেকোনো মার্কিন কিংবা সউদীর সামরিক হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। সউদী আরবের তেল স্থাপনায় হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার পর বৈরী রাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারির উচ্চারণ করে যাচ্ছেন তিনি। শনিবারের ওই হামলার জবাব কীভাবে দেয়া যায় তা নিয়ে সউদী আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএন, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।