Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

হেনস্থার শিকার
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) আয়োজিত সেমিনারে অংশ নিতে গিয়ে অপদস্ত হতে হয়েছে ইউনিয়ন মন্ত্রী এবং গায়ক বাবুল সুপ্রিয়কে। তার অভিযোগ, “একদল শিক্ষার্থী আমাকে চুল ধরে টেনে নেয় এবং ধাক্কা মারে, আমার শার্ট ছিঁড়ে ফেলে।” ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সংগঠন এবিভিপি বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করে। যেখানে বাবুল অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। এনডিটিভি।


কার্যকারিতা প্রশ্নবিদ্ধ
ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা বললেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ইরানের প্রায় সব খাতেই মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই প্রশ্ন জাগে, কোন খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে? ইরানের জন্য নতুন করে কী চাপ সৃষ্টি হবে ওই নিষেধাজ্ঞায়? এই নিষেধাজ্ঞা কী ইরানের বিরুদ্ধে বা ইরানসমর্থিত দলগুলোর বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ নেয়ার বিকল্প কিনা? অতীতের সকল মার্কিন প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নীতিমালা অনুসরণ করছে। ইন্টারনেট।


হাভানার প্রতিবাদ
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মিশনে নিযুক্ত কিউবার দুই ক‚টনীতিককে বহিষ্কার করার পর ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে অন্যায় করে প্রতিবাদ করেছে হাভানা। বৃহম্পতিবার ওয়াশিংটন কিউবার ওই দুই ক‚টনীতিককে জাতিসংঘ মিশন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে তাদের বিরুদ্ধে আমেরিকার জাতীয় নিরাপত্তা জন্য ক্ষতিকর তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়। কিউবা এই অভিযোগ সুনির্দিষ্টভাবে নাকচ করেছে এবং বহিষ্কারাদেশকে অন্যায় বলে মন্তব্য করেছে। পার্সটুডে।


ক্ষমা চাইলেন ট্রুডো
ইনকিলাব ডেস্ক : স্কুল জীবনের একটি ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, দেড় যুগ আগে স্কুলে ‘আরব্য রজনী থিমের’ এক অনুষ্ঠানে আলাদীন সাজতে গিয়েই তিনি ওই মেকআপ নিয়েছিলেন। ছবিটি যে ‘বর্ণবাদী’ তা স্বীকার করে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, এরকমটা করা উচিত হয়নি বলে বুঝতে পেরেছেন তিনি। আরেকবার হাই স্কুলের এক ট্যালেন্ট শো-তেও এ ধরনের মেকআপ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন ট্রুডো। পার্সটুডে।


রাজপ্রাসাদ বিরক্ত
ইনকিলাব ডেস্ক : ২০১৪ সালে স্কটিল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটের বিষয়টি নিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আলাপ করে তার সহায়তা প্রার্থনা করেছিলেন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক সাক্ষাতকারে এমন মন্তব্য করায় রাজপ্রাসাদের পক্ষ থেকে বিরক্তি প্রকাশ করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, রানি তখন ক্যামেরনকে বলেছিলেন, স্কটল্যান্ডের লোকজনকে তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে দিন। বিবিসিকে।


ধর্ষণ কমেছে
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণসহ অন্যান্য অপরাধ কমেছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন সময়ে তিনি এ দাবি করেছেন, যখন রাজ্যে তার নিজ দলেরই দুজন নেতা পৃথক দুটি ধর্ষণের মামলায় জড়িয়ে পড়েছেন। উন্নাও এর নির্যাতিত কিশোরীর পরিবার দাবি করছে, মেয়েটির প্রাণনাশের হুমকি আসছে ক্ষমতাসীন মহলের পক্ষ থেকে। অন্যদিকে, বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছে। তবে, চিন্ময়ানন্দের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন চার্যশিট গঠন করেনি রাজ্যের পুলিশ। এনডিটিভি।


বেন আলীর ইন্তেকাল
ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী সউদী আরবে বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২০১১ সালের শুরুর দিকে অর্থনৈতিক সঙ্কটে তিউনিসিয়ায় তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে সউদীতে নির্বাসনে যান তিনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২৩ বছর ক্ষমতায় ছিলেন বেন আলী। ডেইলি সাবাহ।


অবাধে কাজ
ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিটের পর বাণিজ্য চুক্তির অংশ হিসেবে অস্ট্রেলিয়ানদের যুক্তরাজ্যে অবাধে কাজ করার অধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিজ ট্রাস। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহামের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিব লিজ ট্রাস বলেন, আমরা একটি সম্প‚র্ণ বিস্তৃত বাণিজ্য চুক্তি চাই যা আমাদের চলমান সম্পর্ক এবং আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ