Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাটরিনার নাম শুনেই চিৎকার দিলেন সালমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৯ পিএম

সালমান খান ও ক্যাটরিনা কাইফের প্রেমের খবরটি সবারই জানা। সিনেমায় এক সঙ্গে অভিনয় করা ছাড়াও তাদের দুজনকে একান্তে দেখা গিয়েছে অসংখ্যবার। কিন্তু দু:খের বিষয় হচ্ছে তাদের প্রেমের সম্পর্কে ভাটাও পড়েছিল। সালমানকে ছেড়ে মাঝে রণবীর কাপুরের কাঁধে ভর করেছিলেন ক্যাট সুন্দরী। তবে রণবীরের মায়ের অপছন্দের কারণে ক্যাট সুন্দরীর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রণবীর। নতুন করে প্রেমে মজেছেন আলিয়া ভাটের প্রেমে।

এদিকে ততদিনে ক্যাটরিনা কাইফও ফিরেছেন তার অতীতের ঠিকানায়। অর্থাৎ সালমান খানের কাছে। রণবীরের কাছ থেকে ফিরে এলে এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে আবারও অভিনয় শুরু করেছেন সালমান। এ অবস্থায় বি টাইনে গুঞ্জন রয়েছে সালমান খান সারা জীবনের জন্যই ক্যাটকে আকড়ে ধরেছেন! হয়তো খুব শিগগিরই তারা বিয়েও করতে পারেন!

কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং বিয়ে নিয়ে এখনও দুজনের কেউই মুখ খোলেননি গণমাধ্যমে। তবে দুই তারকার ভক্তরা মনে প্রাণে চান পর্দার মতো বাস্তব জীবনেও তারা জুটি বাঁধুক। এবং বাকিটা জীবন এক সাদের নিচে পার করুক।

তবে মাঝে মধ্যে ক্যাটরিনার জন্য সালমানের ভালোবাসা প্রকাশ পায়। সম্প্রতি তারই প্রমাণ দিয়েছেন ভাইজান। গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি ২০১৯’ বা আইফা অ্যাওয়ার্ড’- এর ২০তম আসর। এই আসরটিতে প্রতিবারের মতো এবারও হাজির ছিলেন সাল্লু মির্জা। এছাড়া উপস্থিত ছিলেন বলিউডের অসংখ্য তারকা এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কোমর দুলিয়ে উপস্থিত সবাইকে মাতিয়েছেন ক্যাট সুন্দরী। ক্যাটরিনা যখন পারফর্ম করতে মঞ্চে আসেন। তার আগে উপস্থাপক ক্যাটরিনার নামটি ঘোষণা করেন। তখনই উপস্থিত সকলের সামনে দর্শক সারিতে বসে থাকা সালমান খান দাঁড়িয়ে চিৎকার দিয়ে ক্যাটকে স্বাগত জানান। শুধু তাই নয়, দর্শক সারিতে বসেও ক্যাটের নাম জব করতে থাকেন সালমান।

এদিকে ক্যাটরিনাও যে সালমান খানের খুব কাছা কাছি চলে এসেছেন তারও প্রমাণ মিলেছে সুন্দরীর বিভিন্ন কর্মকান্ডে। আর সালমান খানের দুই বোন আলভিরা খান এবং অর্পিতা খান শর্মার সঙ্গেও যে ক্যাটের সুসম্পর্ক রয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে সালমানের এমন কর্মকান্ড এবং খান সাহেবের পরিবারের সদস্যদের সঙ্গে ক্যাটের সুসম্পর্কই তাদের ভক্তদের চোখ খুলে দিয়েছে। সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন সালমান এবং ক্যাটরিনা দুজন দুজনের অনেক কাছাকাছিই অবস্থান করছেন! হয়তো খুব শীঘ্রই বিয়ের সানাই বেজে উঠবে মোস্ট এলিজিবল ব্যাচেলর এবং ক্যাট সুন্দরীর!

ভিডিওতে দেখে নিন সালমানের সেই কান্ডটি:
ভিডিও লিংক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাটরিনা-সালমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ