Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরের ১৪টি বাচ্চাসহ কাল কেউটে সাপ আটক, ২১টি ডিম উদ্ধার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি বসত ঘর থেকে ১৪টি বাচ্চাসহ একটি কেউটে সাপ আটক হয়েছে। এসময় ২১টি সাপের ডিমও উদ্ধার।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডলের বসত ঘর থেকে এই সাপ ও ডিম উদ্ধার হয়েছে।

হরপ্রসাদ মন্ডল জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের কার্নিশ দিয়ে ৩টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় সাপের বাচ্চা ৩টি মেরে ফেলা হয়। কিন্তু সন্দেহ হয় যে- বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এমন সন্দেহ থেকে শুক্রবার ভোরে কয়েকজন যুবককে নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন তিনি। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি কেউটে সাপের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড় সাপের খোলস, ১৪টি বাচ্চা এবং ২১টি সাপের ডিম পাওয়া যায়। এ সময় সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলা হলেও মা সাপ ধরতে না পারার ফলে আতংক বিরাজ করছিল। পরে স্থানীয় সাপুড়েরা চেষ্টা চালিয়ে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল কেউটে সাপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ