Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-সিগারেট নিষিদ্ধ হলো ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিষিদ্ধ হওয়ার একদিনের মাথায় ভারতেও নিষিদ্ধ করা হলো ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেট। মঙ্গলবার দেশটিতে এই সিগারেট বিক্রি, উৎপাদন, আমদানি এবং বিতরণ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। বলা হচ্ছিলো, এই সিগারেট তামাকের থেকে কম ক্ষতিকারক। তবে এওে স্বাস্থ্যহানির আশঙ্কা থাকায় তা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। ভারতে তামাক জনিত রোগে ভুগে প্রতি বছর নয় লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটিতে ১০ কোটির বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ ধ‚মপান করে, যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের বিজেপি জোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম একশ দিনের কর্মস‚চির অগ্রাধিকারগুলোর মধ্যে ছিল ই-সিগারেট, হিট-নট-বার্ন স্মোকিং ডিভাইস, ভেপ এবং ই-নিকোটিন স্বাদযুক্ত হুকাগুলোর মতো বিকল্প ধ‚মপানযন্ত্র নিষিদ্ধ করা। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ই-সিগারেটের প্রভাব আজকের যুব সমাজের উপর কীভাবে পড়েছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স¤প্রতি মন্ত্রিসভার কয়েকজন সদস্য ই-সিগারেট নিষিদ্ধকরণ অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে এটা নিষিদ্ধের সুপারিশ করেন। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ