বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত মে মাসে অনুষ্ঠিত দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৫৫টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্রী যারিন তাসনিম হুদা প্রথম স্থান এবং সামিউন ফাতেহা ইরা তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়া এ কলেজ থেকে আরো ৮জন ছাত্র-ছাত্রী অনার্স মার্ক পেয়েছে। কলেজটিতে পাসের হার শতকরা ৮৬।
উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত ৬বছর বয়সী এ কলেজ থেকে এমন অভূতপূর্ব ফলাফল অর্জন নজিরবিহীন। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মতো প্রাচীন ও সুনামধন্য মেডিকেল কলেজকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করা এ কলেজটির কৃতিত্ব বহন করে। বৃহস্পতিবার দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজের কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, শিক্ষকদের দক্ষতা ও নিরলস কর্মপ্রচেষ্টা আর ছাত্র-ছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি কলেজ ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।