Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার ব্রাফেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 সিপিএলে সুপার ওভারে অলরাউন্ড পারফরম্যান্সে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে দারুণ এক জয় এনে দিয়েছেন কার্লোস ব্রাফেট। সেন্ট কিটসে বাংলাদেশ সময় গতকাল ভোরে হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৬ রান করেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। দলটির হয়ে ৪৫ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন লেন্ডল সিমন্স। জবাবে ৮০ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল প্যাট্রিয়টস। তবে পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের দারুণ ইনিংস খেলে প্যাট্রিয়টসকে ম্যাচে রাখেন ব্রাফেট। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৯ রান। জেমস নিশামের ওভার থেকে ১৮ রান তুলে ম্যাচ টাই করেন রায়াদ এমরিট ও আলজারি জোসেফ। মূল ম্যাচের মতো সুপার ওভারেও ঝড় তোলেন ব্রাফেট। আলি খানকে হাঁকান দুটি ছক্কা ও একটি চার। তাতে ত্রিনবাগোর সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯। তবে ব্রাফেটের ওভার থেকে সিমন্স, কাইরন পোলার্ড মিলে তুলতে পারেন মাত্র ৫ রান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ