মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘জাতির জনক নরেন্দ্র মোদি।’ ভারতের প্রধানন্ত্রীকে ৬৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কথাই বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী। স্বাভাবিকভাবেই এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার টুইট করেন অমৃতা ফড়নবীশ। তিনি লেখেন, ‘জাতির জনক নরেন্দ্র মোদিজিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। যিনি সমাজের উন্নতির জন্য অক্লান্ত কাজ করে যেতে আমাদের অনুপ্রেরণা দেন।’ এই মন্তব্যে আপত্তি জানিয়ে এনসিপি’র মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, ‘মোদিকে জাতির জনক করার চেষ্টা চলছে, যা কোনও দিন সফল হবে না।’
এর আগে খাদি গ্রামোদ্যোগের ক্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদির ছবি দেয়া নিয়েও তুমুল সমালোচনা করেছিলেন বিরোধীরা। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।