মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উন্নত থেকে অনুন্নত যে কোনো দেশই হোক না কেন মেয়ে হয়ে জন্মালে সব জায়গাতেই জীবনধারণ কঠিন। তবে দরিদ্র দেশে মেয়ে হয়ে জন্মালে জীবনধারণ কঠিন থেকে কঠিনতর হয়। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ স্বাস্থ্য ও শিক্ষার প্রাথমিক সুবিধাটুকুও পায় না। এছাড়া বিশ্বের সব দেশেই সমস্যার মুখে পড়তে হয় মেয়েদের। ‘দেশ, জেলা এবং ছেলে ও মেয়ের মধ্যে দ‚রত্বগুলো এটাই প্রমাণ করে যে উন্নয়নে বিশ্বের বিনিয়োগ প্রত্যেকের কাছে পৌঁছায় না।’ এতে বলা হয়েছে, নারী শিক্ষায় অগ্রগতি সত্বেও সামাজিক রীতি, বৈষম্যম‚লক আইন ও নীতি এবং লিঙ্গভিত্তিক সহিংসতার কারণে নারীদের জীবনে সুযোগ-সুবিধা সীমিত। গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সু ডেসমন্ড-হেলম্যান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সমতার ক্ষেত্রে লিঙ্গে এখনো ব্যাপক অসমতা রয়ে গেছে। তাই আমরা লিঙ্গ অসমতাকে প্রথম উদ্দেশ্য বলে নিশ্চিত করছি। তিনি বলেন, ‘দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি মেয়ে হয়ে জন্মান (আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশে) ভ‚প্রকৃতিও আপনার ওপর বোঝা হয়ে দাঁড়াবে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।