Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকে বাসযোগ্য করতে একযোগে কাজ করতে হবে : গুতেরেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার নিউইয়র্ক সময় বিকেল তিনটায় শুরু হয় জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘে নাইজেরিয়ার সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞানী টিজানি মোহাম্মদ বান্দে। অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বকে সবার জন্য বাসযোগ্য করে তুলতে এক যোগে কাজ করতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, শান্তি ও নিরাপত্তা- দারিদ্র মুক্ত বিশ্ব মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের আলোচ্য স‚চির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। মানবাধিকার ও লিঙ্গ সমতা বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধসহ বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্বব্যাপী জোটবদ্ধ সম্পর্ক তৈরি অত্যন্ত জরুরি। সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে রোহিঙ্গা সমস্যার সমাধানের ইস্যুটি স্থান পায়নি। বিশ্ব শান্তি, নিরাপত্তা,ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন, জলবায়ু এবং মানসম্পন্ন শিক্ষার বিষয় গুরুত্ব পাবে এবারের অধিবেশনে। একশ তিরানব্বইটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দিচ্ছেন। রয়টার্স।



 

Show all comments
  • SI shadin khan ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:২০ এএম says : 0
    Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ