মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার নিউইয়র্ক সময় বিকেল তিনটায় শুরু হয় জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘে নাইজেরিয়ার সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞানী টিজানি মোহাম্মদ বান্দে। অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বকে সবার জন্য বাসযোগ্য করে তুলতে এক যোগে কাজ করতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, শান্তি ও নিরাপত্তা- দারিদ্র মুক্ত বিশ্ব মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের আলোচ্য স‚চির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। মানবাধিকার ও লিঙ্গ সমতা বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধসহ বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্বব্যাপী জোটবদ্ধ সম্পর্ক তৈরি অত্যন্ত জরুরি। সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে রোহিঙ্গা সমস্যার সমাধানের ইস্যুটি স্থান পায়নি। বিশ্ব শান্তি, নিরাপত্তা,ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন, জলবায়ু এবং মানসম্পন্ন শিক্ষার বিষয় গুরুত্ব পাবে এবারের অধিবেশনে। একশ তিরানব্বইটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দিচ্ছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।