Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মেক্সিকো সীমান্তে অভিবাসনের আবেদন নিষিদ্ধ করায় মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছেন শতাধিক অভিবাসন প্রত্যাশী মা ও শিশু। সোমবার ওয়াশিংটন ডিসির আদালতে এই মামলা করে টেক্সাসের ডিটেনশন ক্যাম্পের প্রায় ১২৫ নারী ও শিশু। মধ্য আমেরিকার দেশ এল সালভাদর, হন্ডুরাস এবং গুয়াতেমালার সহিংসতা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসেন এসব নারী ও শিশু। তবে অভিবাসনের প্রাথমিক প্রক্রিয়ায় তাদের আবেদন প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনকে অভিবাসন বিরোধী আইন প্রণয়নের অনুমোদন দিয়ে রুল জারি করে সুপ্রিম কোর্ট। রুল অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে মেক্সিকো, হন্ডুরাস বা অন্য কোন দেশে অভিবাসনের আবেদন করতে হবে। এই রুলের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসন প্রত্যাশী নারী ও শিশুরা। ইউরো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ