Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপ চান হংকং নির্বাহী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বিক্ষোভ-সহিংসতায় অশান্ত হংকংয়ে শান্তি ফেরাতে অবশেষে জনতার সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম। আগামী সপ্তাহ থেকে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবারের এ ঘোষণায় সহিংসতা বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিক এই সংলাপে জনগণের পক্ষে প্রায় ২০০ প্রতিনিধি অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকং। জনসাধারণের ক্ষোভ শান্ত করতে নগরীটির প্রধান নির্বাহীকে চাপে রেখেছে বেইজিং। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। সাউথ চায়ন মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ