মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে কখনো শান্তি আলোচনা পুনরায় শুরু করতে চাইলে তার জন্য ‘দরজা খোলা থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীর প্রধান মধ্যস্থতাকারী শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই ‘আফগানিস্তানে শান্তি ফেরাতে আলোচনার পথই কেবল খোলা আছে’ বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন। সপ্তাহখানেক আগে ট্রাম্প তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলা আলোচনাকে ‘মৃত’ ঘোষণা করেছিলেন। মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি নির্বাচনী জনসভায় ও রাজধানী কাবুলে তালেবানের পৃথক দুটি বোমা হামলায় ৪৮ জন নিহত হয়; এরপরই যুক্তরাষ্ট্রের জন্য তালেবানের ‘আলোচনার দরজা খোলা’ রাখার বিষয়টি জানা গেল। এর আগে চলতি মাসের শুরুতে দুই পক্ষ ১৮ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। ট্রাম্প ৮ সেপ্টেম্বর আফগান প্রেসিডেন্ট ঘানি ও জ্যেষ্ঠ তালেবান নেতাদের যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে একটি গোপন বৈঠকেও ডেকেছিলেন। কিন্তু ৬ সেপ্টেম্বর কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সৈন্যসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে ট্রাম্প ওই বৈঠকটি বাতিল করে দেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।