Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত বছর পর জেমসের নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রায় সাত বছর পর নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে নগরবাউল খ্যাত জেমসের। পরপর তার দুটি অ্যালবাম প্রকাশ হবে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে একটি অ্যালবাম এবং আগামী বছর আরও একটি অ্যালবাম প্রকাশিত হবে। জেমসের অ্যালবাম দুটি প্রকাশ হবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবায়। তাদের সঙ্গেই মূলত চুক্তি সম্পন্ন করেছেন তিনি। নিউইয়র্ক ভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। উল্লেখ্য, ২০০৯ সালে জেমসের সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয়েছিল। জেমসের প্রকাশিত একক অ্যালবামগুলো হলো— অনন্যা (১৯৮৭), পালাবি কোথায় (১৯৯৫), দুঃখিনী দুঃখ করো না (১৯৯৭), ঠিক আছে বন্ধু (১৯৯৯), আমি তোমাদেরই লোক (২০০৩), জনতা এক্সপ্রেস (২০০৫), তুফান (২০০৬) এবং কাল যমুনা (২০০৯)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত বছর পর জেমসের নতুন অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ