বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়েমান্দারতলা গ্রামে রোববার রাতে স্ত্রী ও ছেলের বউয়ের মারধরে আজিজ মোল্লা (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বিকালে নিহতর স্ত্রী রোকেয়া খাতুন ও ছেলের বউ আঁখি খাতুনকে থানায় নিয়ে এসেছে। মহেশপুর থানার এসআই আনিস জানান, রোববার রাতে স্ত্রী ও ছেলের বউ’র সাথে আজিজ মোল্লার গোলযোগ হয়। এ সময় আজিজ মোল্লাকে ধাক্কা মেরে ফেলে দেয় তার স্ত্রী ও ছেলের বউ। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশের গায়ে বড় ধরণের কোন আঘাতের চিহ্ন না থাকলেও বুকে ও মুখে আঁচড়ের দাগ রয়েছে। গ্রামবাসির ভাষ্য ঝগড়াঝাটির এক পর্যায়ে আজিজ মোল্লার স্ত্রী ও ছেলের বউ তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে। মারধর জনিত কারণে আজিজ মোল্লার হৃদরোগ হতে পারে বলেও অনেকে মনে করেন। মহেশপুর থানার এসআই আনিস জানান “আমরা ঘটনা তদন্ত করে দেখছি”। এ ঘটনায় দুই মহিলাকে আটক করা হয়েছে। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ হক জানান, বিষয়টি প্রাথমিক ভাবে হত্যা ধরেই মামলা হচ্ছে। এ বিষয়ে নিহতর স্বজনরা জীবননগর থেকে এসেছেন হত্যা মামলা দায়ের করতে। ওসি জানান নিহত আজিজ মোল্লার বাড়ি জীবননগর উপজেলায়। তিনি মহেশপুরের খড়েমান্দারতলা গ্রামে বিয়ে করে ঘর জামাই থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।