Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুর-৩ আসনে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ প্রার্থী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ২:৫৬ পিএম

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
গত ১৪ জুলাই এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপি এবং যথাযথভাবে মনোনয়নপত্র দাখিল না করায় দু’জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
আগামী ৫ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ