Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকায় তুরস্কের নতুন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:২৭ পিএম

বাংলাদেশে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিসেবে মোস্তফা ওসমান তুরানকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
১৯৯৯ সাল থেকে পেশাদার কূটনীতিক তুরান রোমে তুর্কি দূতাবাস এবং ভিয়েতনাম তুর্কি ওএসসিই মিশনে কাজ করেছেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের ডেপুটি স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি।
বর্তমানে তিনি তুরস্কের জি-২০ প্রেসিডেন্সি দলের সিনিয়র মেম্বার হিসেবে কাজ করছেন।
তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লেখাপড়া করেছেন। ১৯৯১ সালে মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইউরোপীয় রাজনীতি বিভাগের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আঙ্কারার বিলকেন্ট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কের রাষ্ট্রদূত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ