মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিরাও এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। শনিবার দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছে। সংঘাতপ্রবণ অঞ্চলটিতে দেশটির সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই বললেই চলে। সেখানে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। সুদান সীমান্তের কাছে বিরাওতে সংঘর্ষ হয় সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য রেনেসাঁ এবং মুভম্যান্ট অব সেন্ট্রাল আফ্রিকান ফ্রিডম ফাইটার্স ফর জাস্টিস-এর মধ্যে। এ বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত দেশটির সশস্ত্র ১৪টি গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তিচুক্তি হয়। এতে স¤প্রতি সংঘর্ষে জড়িয়ে পড়া ওই দুই গোষ্ঠীও রয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘাতের ফলে গত ফেব্রুয়ারির শান্তিচুক্তি স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মুখপাত্র ভ্লাদিমির মনতেইরো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পরিস্থিতি উত্তেজনাপ‚র্ণ হলেও সেখানে ফের কোনও সংঘর্ষ হয়নি।’ তবে শনিবারের ঘটনায় এক শান্তিরক্ষী ‘সামান্য আহত’ হয়েছেন। তবে ওই শান্তিরক্ষীর জাতীয়তা প্রকাশ করেননি তিনি। তবে ওই এলাকার কাছে বহুজাতিক বাহিনীর একটি জাম্বিয়ান দলও মোতায়েন রয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।