মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অপরাধ করলে কাউকেই ছাড় নয় এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশ। এরই প্রেক্ষিতে স¤প্রতি তেলেঙ্গানায় গাছের চারা খাওয়ার অপরাধে দুটি ছাগলকে ‘গ্রেফতার’ করা হয়েছে। ভারতের গণমাধ্যম নিউজ এইটিন জানায়, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহরে। ‘সেভ দ্য ট্রিজ’ নামের একটি বেসরকারি সংগঠন নিজ উদ্যোগে ৯০০ গাছ লাগিয়েছিল। এরই মধ্যে দুইটি ছাগল একটি সরকারি হাসপাতালের প্রাঙ্গণে লাগানো সেই গাছগুলোর মধ্যে ২৫০টির মতো গাছ খেয়ে নষ্ট করে দেয়। এরপর ওই সংগঠনের কর্মীরা ছাগল দুটোকে আটক করে পুলিশের কাছে নিয়ে যায়। গাছ খাওয়ার কারণে ছাগল দুটির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন তারা। স্থানীয় পুলিশ পরিদর্শক বাসামশেঠি মাধবী জানান, মালিকেরা এসে ১ হাজার রুপি জরিমানা দেওয়ার পর ছাগল দুটিকে ছেড়ে দেওয়া হয়। ছাগল দুটিকে যে আইনি ভাষায় গ্রেফতার করা হয়নি, সেটিও পরিষ্কার করে দিয়েছেন তিনি। কারণ ভারতীয় পেনাল কোডে কোনো পশুকে গ্রেফতার বা শাস্তির বিধান নেই। নিউজ এইটিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।