Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম

নিরাপত্তা বেষ্টনী, রাতে আলোর ব্যবস্থা সহ সীমান্তে বিভিণ্ন সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার মধ্যে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয় বেনাপোল’র দৌলতপুর সীমান্তে ।
রোববার দুপুরে দৌলতপুর বিওপির তেরঘর এলাকায় ১৬/১৭ সীমান্ত পিলারের কাছে এই ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার এর নেতৃত্বে ১৫ সদস্যের নেতৃত্ব দেন।
বিএসএফ’র পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ৬৪ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ড্যান্ট শ্রী নীলট পাল কুমার পান্ডে।
২১ বিজিবির খুলনা ব্যাটালিয়ন’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, পাতাকা বৈঠকে চোরাচালান ও অবৈধ পারাপার রোধ কল্পে নিরাপত্তা বেষ্টনী ও রাতে আলোর ব্যবস্থা, বিএসএফ কর্তৃক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বিজিবি-বিএসএফ এর যৌথ পরিদর্শন এবং সীমান্তের স্পর্শকাতর স্থানসমূহ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সুষ্ঠ সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয় সহ সীমান্তের শূন্যরেখায় উভয় পাশে ১৫০ গজের মধ্যে ৩ ফুট উচ্চতার গাছপালা ও ফসলাদি অপসারণ করার বিষয়ে আলোচনা স্থান পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ